টুইটারে 2-Factor Authentication app সেটআপ কিভাবে করব?

 সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে টুইটারে টুইটারে 2-Factor Authentication app সিস্টেমের জন্য এটি অন্যতম। আপনি কি সম্প্রতি টুইটারে টুইটারে 2-Factor Authentication app সিস্টেমটি নিয়ে জানতে আগ্রহী? তাহলে এই পোস্টটি আপনার জন্যই।আজকে আমরা আলোচনা করব টুইটারে টুইটারে 2-Factor Authentication app সিকিউরিটি সিস্টেমটি নিয়ে।

কিভাবে SMS এর মাধ্যমে ভেরিফিকেশনের বিকল্প হিসেবে টুইটারে 2-Factor Authentication App সিস্টেমটি কাজ করবে। 

পেজ সূচিপত্রঃ টুইটারে 2-Factor Authentication app সেটআপ কিভাবে করব?

2-Factor Authentication App কি?

2-Factor Authentication App হলো টুইটার ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা রক্ষার একটি জনপ্রিয় সিকিউরিটি সিস্টেম।

এই 2-Factor Authentucation App এর সাহায্যে যেকোনো সময় SMS ভেরিফিকেশন ছাড়াই তৃতীয়পক্ষের প্রমাণীকরণের মাধমে আপনি অন্য যেকোনো ডিভাইসে প্রয়োজনের সময় লগইন করতে পারবেন খুব সহজে। 

2-Factor Authentication App সেট-আপ প্রক্রিয়াটি কতটা কার্যকরী?

টুইটারে 2-Factor Authentication App সেট-আপ প্রক্রিয়াটি খুবই সহজ, সময়োপযোগী এবং কার্যকরী। 

আপনি যদি আপনার টুইটার একাউন্টের প্রাইভেসি 2-Factor Authentication App এর মাধ্যমে সহজ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে নিচের দেওয়া নির্দেশনাগুলো দেখুন।

ধারাবাহিকভাবে ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই আপনার টুইটার একাউন্টের প্রাইভেসি সিস্টেমকে আরো স্ট্রং করে নিতে পারবেন 2-Factor Authentucation App এর মাধ্যমে। 

2-Factor Authentication App সেট-আপের পূর্বশর্ত

টুইটারে 2-Factor Authentication App সেট-আপ করার আগে আপনার একাউন্টটিতে লগইন ভেরিফিকেশন সক্ষমতা চালু করতে হবে।

এটি হলো 2-factor verification প্রক্রিয়া, যা মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে প্রাপ্ত OTP ব্যবহার করে আপনার একাউন্টের প্রাইভেসি সুরক্ষা করবে। 

2-Factor Authentication App

2-Factor Authentication App সেট-আপ এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ-১ঃআপনার ডিভাইসে বিদ্যমান টুইটার অ্যাপ্লিকেশন ওপেন করে আপনার একাউন্টে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে আসলে Setting and Support অপশন পাবেন। সেখানে ক্লিক করে Settings and Privacy সেকশনে যান। এরপর নিচের স্ক্রিনশটে রেড মার্ক করা Security and account access এ ক্লিক করুন।

ধাপ-২ঃ এবার Security মেনুতে যান। তারপর 2-Factor Authentication মেনুতে ক্লিক করুন।


ধাপ-৩ঃ2-Factor Authentication মেনুতে ক্লিক করলে যথাক্রমে-

  • Text message 
  • Authentication App
  • Secure key

এই তিনটি অপশন পাবেন। এখান থেকে Authentication App-এ ক্লিক করুন ভেরিফিকেশন এর জন্য। 

ধাপ-৪ঃ এবার Link on another device-এ ক্লিক করলে একটি QR কোড পাবেন যা স্ক্যান করার মাধ্যমে এই Authentication প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

তবে অনেক ক্ষেত্রে স্ক্যান করতে সমস্যা দেখা দেয় তখন QR কোডের নিচে মার্ক করা অংশে ক্লিক করবেন প্রক্রিয়াটি সম্পন্ন করতে।

ধাপ-৫ঃ স্ক্রিনশটে বিদ্যমান সিক্রেট কোডটির মতো একটি কোড আসবে। 

এটি কপি করে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে socialaccounts.me ওয়েবসাইটটি ওপেন করুন। এবার হোমস্ক্রিনে বামদিকে মার্ক করা অংশে ক্লিক করুম।


ধাপ-৬ঃ এবার নিচের দিকে স্ক্রল করলে Blog লেখা যে মেনুটি পাবেন তাতে ক্লিক করুন।

নিচের স্ক্রিনশটে দেখানো How to 2FA authentication code শীর্ষক ব্লগটিতে প্রবেশ করুন।

ধাপ-৭ঃ কপিকৃত কোডটি স্ক্রিনশটে দেখানো অংশে পেস্ট করে Get Code-এ ক্লিক করুন। এরপর প্রাপ্ত কোডটি টুইটার অ্যাপে Enter the Confirmation code-এ লিখে কনফার্ম করুন।

ধাপ-৮ঃএবার নিচে দেখানো Get Backup Code-এ ক্লিক করে প্রাপ্ত কোডটি কপি করে সংরক্ষণ করুন। 

নোটঃ আপনার ডিভাইসটি কখনো হারিয়ে গেলে বা অন্যকোথাও লগইন এর প্রয়োজন পড়লে এই ব্যাকআপ কোডটি ব্যবহার করে সহজেই ভেরিফিকেশনের কাজটি সেরে নিতে পারবেন।

আপনার একাউন্টে 2-Factor Authentication app সেট-আপ এর কাজটি এবার সম্পন্ন হয়েছে।

2-Factor Authentication App এর সুবিধা

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা কখনোই চায় না তাদের একাউন্ট প্রাইভেসি নিয়ে আপোষ করা হোক। 

যার কারণে হ্যাকিং ও হ্যাকারদের থেকে নিজের তথ্যসমূহ সুরক্ষার খাতিরে প্রায় সকল ধরনের প্লাটফর্মেই এই 2-Factor verification-এর প্রক্রিয়াটি বর্তমান সময়ে বেশ জনপ্রিয়। আর টুইটার 2-Factor Authentucation App এতে নতুন মাত্রা যোগ করেছে।

অনেকসময় দেখা যায় জরুরী মুহূর্তে নিজের একাউন্ট অন্য কোনো ডিভাইসে লগইন এর প্রয়োজন পড়ে।কিন্তু নেটওয়ার্ক সমস্যার জন্য সিমে ম্যাসেজের মাধ্যমে OTP আসার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। 

অথবা সিমসহ ডিভাইসটি হারিয়ে গেলে নানা জটিলতায় পড়তে হয় একাউন্ট লগইন ভেরিফিকেশনের জন্য। 

সেক্ষেত্রে এই 2-Factor Authentication App সিস্টেমটি আপনাকে অনেকটাই স্বস্তি দিবে এবং সহজ করে দিবে। 

জরুরি মুহূর্তে OTP সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে না। বরং দ্রুততম সময়ে আপনার একাউন্ট ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। 

তো আপনি কি ভাবছেন উপরোক্ত ধাপগুলো অবলম্বন করে টুইটারের এই সেবাটি গ্রহণ করবেন, নাকি আগে থেকেই আপনার একাউন্টে 2-Factor Authentication App সেট-আপ করা ছিলো?নিচে মন্তব্য করে আপনার অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করুন। ২২১৫৩


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url