রুক্ষ চুলের যত্ন - রুক্ষ চুল মসৃণ করার উপায়
এছাড়াও আরো জানতে পারবেন রুক্ষ চুলের হেয়ার প্যাক ও রুক্ষ চুলের শ্যাম্পু এবং শ্যাম্পু করার পর চুলের যত্ন ঔষধ সম্পর্কে। পাশাপাশি ছেলেদের রুক্ষ চুলের যত্ন ও ড্রাই চুলের যত্ন নিয়েও আলোচনা করা হবে। যারা রুক্ষ চুলের যত্ন ও রুক্ষ চুল মসৃণ করার উপায় সহ অন্যান্য বিষয়ে জানতে চান তাদের জন্য পোস্টটি গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে রুক্ষ চুলের যত্ন ও রুক্ষ চুল মসৃণ করার উপায় সহ অন্যান্য বিষয় সম্পর্কিত পোস্টটি শুরু করি।
সূচিপত্র: রুক্ষ চুলের যত্ন - রুক্ষ চুল মসৃণ করার উপায়
- রুক্ষ চুলের যত্ন
- রুক্ষ চুল মসৃণ করার উপায়
- রুক্ষ চুলের হেয়ার প্যাক
- রুক্ষ চুলের শ্যাম্পু
- ড্রাই চুলের যত্ন
রুক্ষ চুলের যত্ন - ছেলেদের রুক্ষ চুলের যত্ন
পানিঃ যখন শরীর ভেতর থেকে আর্দ্র থাকে না সাধারণত তখনই আমাদের চুলের ডগা ফেটে যায়। এর থেকে চুল রুক্ষ সুক্ষ হয়ে যায়। চুল গঠন করার জন্য আমাদের চার ভাগের এক ভাগই পানির প্রয়োজন হয়। আর এই পানির অভাবে চুলের রুক্ষতা আসে। তাই এই রুক্ষতা থেকে মুক্তি পেতে একজন ছেলের বা মেয়ের দৈনিক আট থেকে নয় গ্লাস পানি পান করার দরকার।
ডিম ও অলিভ অয়েলঃ চুলের রুক্ষতা দূর করতে ডিম ও অলিভ অয়েল বেশ কার্যকরী উপাদান। এই দুইয়ের সংমিশ্রণে তৈরি প্যাক চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ১/৪ কাপ অলিভ অয়েল এর সাথে ১ টি ডিম মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার সে পেস্ট চুলে ভালো ভবে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
নারিকেল তেলঃ রুক্ষ সুক্ষ চুলের যত্ন নিতে নারিকেল তেল এর কোনো বিকল্প নেই। পরিমাণ মতো নারিকেল তেলের সাথে অল্প ক্যাস্টল অয়েল মিশিয়ে চুলের আগাতে লাগান। এভাবে কয়েক সপ্তাহ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
অ্যালোভেরাঃ অ্যালোভেরা এমন একটি প্রাকৃতিক উপাদান যেটির কোনো জুড়ি নেই। অ্যালোভেরা জেল এর সাথে একটু মধু মিশিয়ে সে উপাদান টি মাথায় লাগান কয়েক দিন ধরে। এভাবে কিছু দিন লাগানোর পরে চুলের রুক্ষতা দূর হবে ইনশাআল্লাহ। এই পদ্ধতিটি একটি কার্যকরী পদ্ধতি।
উপরে দেওয়া পন্থা গুলো অবলম্বন করে আপনি এ সমস্যা হতে মুক্তি পেতে পারেন। এছাড়া অনেকে রুক্ষ চুল মসৃণ করার উপায় খুঁজে। যারা রুক্ষ চুল মসৃণ করার উপায় জানতে চান তারা নিচের পাঠটি অনুসরণ করুন। তাহলে রুক্ষ চুল মসৃণ করার উপায় সম্পর্কে জানতে পারবেন।
রুক্ষ চুল মসৃণ করার উপায়
আপনি কি রুক্ষ চুল নিয়ে চিন্তিত? রুক্ষ চুল মসৃণ করার উপায় খুঁজছেন? এই পাঠে আমরা রুক্ষ চুল মসৃণ করার উপায় গুলো নিয়ে আলোচনা করবো। যারা রুক্ষ চুলের সমস্যায় জর্জরিত তাদের জন্য এই পাঠটি গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে নিই রুক্ষ চুল মসৃণ করার উপায় গুলো।
- কলাঃ চুলকে মসৃণ করতে কলা একটি অভিনব উপাদান। একটা পাকা কলার সাথে কয়েক চামচ মধু ও নারিকেল তেল মিশিয়ে নিন। সে প্যাকটি চুলে লাগান। ৩০ মিনিট পর ভালো ভাবে কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে কিছু দিন ব্যবহার করলে চুল মসৃণ হয়ে ওঠবে।
- মেয়ানেজঃ মেয়ানেজ সাধারণত আমাদের সবার ফ্রিজেই থাকে। এই উপাদানটির সাথে একটি ডিম ও অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট চুলে লাগান কয়েক দিন পর পর। লাগানোর ৩০ মিনুট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তাহলে কয়েকদিন পর চুল মসৃণ হয়ে উঠবে।
- লেবুর রসঃ হালকা গরম তেলের সাথে লেবুর রস মিশিয়ে নিন। এই উপাদান মাথায় লাগান। কিছুক্ষণ পর ভালো ভাবে ধুয়ে ফেলুন কন্ডিশনার বা শ্যাম্পু দিয়ে। এটি শুধু চুলকে মসৃণই করবে না। চুলের খুশকি থাকলে সেটিও দূর করবে।
- ভিনেগারঃ চুলে শ্যাম্পু করার পরে সে শ্যাম্পু অবস্থায় আধা কাপ ভিনেগার সামান্য পানির সাথে মিশিয়ে সে পানি মাথায় লাগান। এর কিছুক্ষণ পর ভালো ভাবে ধুয়ে ফেলুন৷ এতে চুল মসৃণ দেখাবে।
রুক্ষ চুলের হেয়ার প্যাক
অ্যালোভেরা, নারিকেল তেল ও মধুঃ দুই টেবিল চামচ নারিকেল তেল নিন এবং এক চা চামচ মধু নিন এবং সর্বশেষে দুই টেবিল চামচ অ্যালোভেরার শাঁস নিন। এরপরে উপাদান গুলো ভালো ভাবে মিশ্রণ করুন। তারপরে চুলে লাগিয়ে ১ ঘন্টা অপেক্ষা করুন। তার পরে কন্ডিশনার বা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই নিয়মে কয়েক দিন ব্যবহার করলে ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন।