কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম - বাংলা যুক্তবর্ণ লিখার নিয়ম
কম্পিউটারে বাংলা লেখার নিয়ম সম্পর্কে আমরা অনেকেই জানিনা। তাই কম্পিউটারে বাংলা লেখার নিয়ম সম্পর্কে জানার জন্য গুগলের সার্চ করে থাকি। তাদের জন্য আজকের এই আর্টিকেলে আমরা কম্পিউটারে বাংলা লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা কম্পিউটারে বাংলা লেখার নিয়ম সম্পর্কে জানেন না তারা আমাদের সঙ্গে থাকুন।
আপনি যদি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলে কম্পিউটারে বাংলা লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কম্পিউটারে বাংলা লেখার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।
কনটেন্ট সূচিপত্রঃ কম্পিউটারে বাংলা লেখার নিয়ম - কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম
- ভূমিকা
- কম্পিউটারে বাংলা লেখার নিয়ম
- কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম
- বাংলা টাইপ সিট
- কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার
- যুক্তবর্ণ বিজয় বাংলা টাইপিং সিট
- উপসংহার
কম্পিউটারে বাংলা লেখার নিয়ম - কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়মঃ ভূমিকা
প্রিয় বন্ধুরা বর্তমানে কম্পিউটার আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দৈনন্দিন কাজে বিভিন্ন রকম প্রয়োজনে আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। এই সময় আমাদের কম্পিউটারে বাংলা লেখালেখির প্রয়োজন হয়। কিন্তু আমাদের মাঝে অনেকে আছে যারা কম্পিউটারে বাংলা লেখার নিয়ম সম্পর্কে জানেনা। তাদের জন্য আজকের এই আর্টিকেলে কম্পিউটারে লেখার নিয়ম, ল্যাপটপে বাংলা লেখার নিয়ম, কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম, যুক্তবর্ণ বিজয় বাংলা টাইপিং সিট সম্পর্কে আলোচনা করা হলো।
কম্পিউটারে বাংলা লেখার নিয়ম - কম্পিউটারে লেখার নিয়ম - ল্যাপটপে বাংলা লেখার নিয়ম
প্রিয় বন্ধুরা আমরা এখন কম্পিউটারে বাংলা লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করব। বর্তমানে আমাদের বাংলা ভাষা শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ নেই। আমাদের বাংলা ভাষা বর্তমানে ইন্টারনেটের যুগে কম্পিউটার যতগুলো ইলেকট্রনিক ডিভাইস রয়েছে সবগুলোতে ব্যবহৃত হয়ে আসছে। তাই অনেকেই আছি যারা কম্পিউটারে লেখার নিয়ম সম্পর্কে জানেনা। তাদের জন্য আজকের এই আর্টিকেলে ল্যাপটপে বাংলা লেখার নিয়ম আলোচনা করা হবে।
ল্যাপটপে বাংলা লেখার নিয়মঃ
কম্পিউটারে বাংলা লেখার নিয়ম এবং ল্যাপটপে বাংলা লেখার নিয়ম প্রায় একই রকম। তাই আপনি যদি একটি ভালোভাবে জানতে পারেন তা হলে অপরটি এমনিতেই পারবেন। আপনি যদি কম্পিউটারে বাংলা লেখা লেখি করতে চান তাহলে আপনাকে অভ্র কিবোর্ড ব্যবহার করতে হবে। অভ্র কিবোর্ড ব্যবহার করে আপনার উইন্ডোস কম্পিউটারে বাংলাতে লিখতে পারবেন।
ধাপ ১ঃ ল্যাপটপে বাংলা লেখার নিয়ম - কম্পিউটারে বাংলা লেখার নিয়ম
প্রথমে আপনাকে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ এ অভ্র কীবোর্ড সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। অভ্র কীবোর্ড সফটওয়্যার ডাউনলোড করার জন্য আপনি এই লিংক প্রবেশ করুন।
ধাপ ২ঃ ল্যাপটপে বাংলা লেখার নিয়ম - কম্পিউটারে বাংলা লেখার নিয়ম
অভ্র কীবোর্ড সফটওয়্যার ডাউনলোড করার পরে আপনার কম্পিউটারের ওপরের দিকে একটি আইকন দেখা যাবে। ওই আইকন থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ইংরেজি এবং বাংলা লেখালেখি করতে পারবেন। এখানে দেখবেন ইংলিশ লেখা থাকলে আপনি যখন টাইপ করবেন তখন ইংলিশ লেখা হবে। আপনি যদি বাংলা করতে চান তাহলে আপনাকে কিবোর্ড থেকে F12 টিপতে হবে এর পরে আপনি বাংলা লেখা লেখি করতে পারবেন।
ধাপ ৩ঃ ল্যাপটপে বাংলা লেখার নিয়ম - কম্পিউটারে বাংলা লেখার নিয়ম
উপরের নির্দেশনা গুলো সম্পন্ন পালন করার পরে অভ্র সফটওয়্যারটিকে বাংলা ভাষা সেট করুন। এর পরে আপনি যেই এপ্লিকেশনে বাংলা লিখতে চান সেটি ওপেন করে বাংলা লেখালেখি শুরু করুন।
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম
প্রিয় বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমরা কম্পিউটারে বাংলা লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। যেহেতু আমরা আলোচনা করেছি অভ্র সফটওয়্যার দিয়ে আপনি কিভাবে কম্পিউটারে বাংলা লিখতে পারবেন তা নিয়া। তাই এখন আমরা কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ অভ্র সফট্ওয়ার দিয়ে কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম আলোচনা করা হলো।
১। ক্ট = kT
২। ক্ট্র = kTr যেমনঃ অক্ট্রয়
৩। ক্ত = kt যেমনঃ রক্ত
৪। ক্ত্র = ktr যেমনঃ বক্ত্র
৫। ক্ন = kn যেমনঃ বাচক্নবী
৬। ক্ব = kw যেমনঃ পক্ব, ক্বণ
৭। ক্ম = km যেমনঃ রুক্মিণী
৮। ক্য = kZ যেমনঃ বাক্য
৯। ক্র = kr যেমনঃ চক্র
১০। ক্য = kZ যেমনঃ বাক্য
১১। ক্র = kr যেমনঃ চক্র
আরো পড়ুনঃ শরীরে রক্ত কমে গেলে কি খাওয়া উচিত
১২। ক্ষ = kkh যেমনঃ পক্ষ
১৩। ক্ষণ = kkhN
১৪। ক্ষ্ম = kkhm যেমনঃ লক্ষ্মী
১৫। ক্ষ্ম্য = kkhmZ যেমনঃ সৌক্ষ্ম্য
১৬। ক্ষ্য = kkhZ যেমনঃ লক্ষ্য
১৭। ক্স = ks যেমনঃ বাক্স
১৮। খ্য =khZ যেমনঃ সখ্য
১৯। খ্র = khrr যেমন; যেমনঃ খ্রিস্টান
২০। গ্ণ = g,,N যেমনঃ রুগ্ণ
বাংলা টাইপ সিট
প্রিয় বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমরা কম্পিউটারে বাংলা লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। আপনি অভ্র কিবোর্ড থেকে কিভাবে সহজেই কম্পিউটারে বাংলা লিখতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করেছি তাই এখন আমরা বাংলা টাইপ সিট অভ্র কিবোর্ড দেখব। নিচে বাংলা টাইপ সিট দেওয়া হল।
বাংলা টাইপ সিটঃ
- প্রথমে অভ্র কিবোর্ড কিবোর্ড লেআউট হিসেবে ইংলিশ টু বাংলা সিলেক্ট করুন।
- কিবোর্ড বাংলা কিবোর্ড নিয়ে আসুন।
- এরপর নিচের চিত্র অনুযায়ী বাংলা লেখালেখি শুরু করুন
কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার
প্রিয় বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমরা কম্পিউটারে বাংলা লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা যারা কম্পিউটারে বাংলা লেখার নিয়ম সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি খুবই উপকারী হবে। আপনাকে কম্পিউটারে বাংলা লেখার জন্য একটি ভাল সফটওয়্যার প্রয়োজন হবে।
এখন আমরা কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব। তো চলুন কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনি চাইলে কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার হিসেবে অভ্র সফটওয়্যার ব্যবহার করতে পারেন। যেখানে আপনি খুবই ভালভাবে বাংলা লেখালেখি করতে পারবেন।
এছাড়া আরো কিছু সফটওয়্যার এবং ভয়েস টাইপিং সফটওয়্যার রয়েছে যেগুলো আপনি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ব্যাবহার করতে পারেন।
যুক্তবর্ণ বিজয় বাংলা টাইপিং সিট
প্রিয় বন্ধুরা উপরে আমরা কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো যুক্তবর্ণ বিজয় বাংলা টাইপিং সিট সম্পর্কে। আপনারা যারা আমাদের এই আর্টিকেল পড়ছেন তারা নিশ্চয়ই যুক্তবর্ণ বিজয় বাংলা টাইপিং সিট সম্পর্কে জানতে চান। তাহলে আপনার জন্য নিচে যুক্তবর্ণ বিজয় বাংলা টাইপিং সিট উল্লেখ করা হলো।
- ক্ত - J+G+K রক্ত
- ক্ষ - J+G+(Shift+N) ক্ষয়
- হ্ম - I+G+M ব্রাহ্মণ
- ক্ষ্ম - J+G+(Shift+N)+G+M
- জ্ঞ - U+G+(Shift+I) জ্ঞান
- ঞ্জ - (Shift+I)+G+U ব্যঞ্জন
- ঞ্চ - (Shift+I)+G+Y কাঞ্চন
- ব্ব - H+G+H গহ্বর
- ল্ল - (Shift+V)+G+(Shift+V)
- ত্ত - K+G+K উত্তর
- ত্র -- k+Z একতারা
- হৃ -- I+A
- ক্র -- J+Z ক্রিকেট
- ন্ত্র -- B+G+K+Z মন্ত্র
- দ্ধ -- L+G+(Shift+L) দগ্ধ
- দ্ভ -- L+G+(Shift+H)উদ্ভব
- ক্স -- J+G+N রিক্সা
- ন্দ্র -- B+G+L+Z নরেন্দ্র
- ন্ধ -- B+(Shift D +L) অন্ধ
- ব্ধ -- H+G+(Shift+L) স্তব্ধ
- ভ্র -- (Shift+H)+Z ভ্রমর
- ভ্রু -- (Shift+H)+Z+(Shift+S)
- ম্ন -- M+G+B
- ল্কা -- V+G+J+F উল্ক
- শ্ম -- (Shift+M)+G+M শ্মামাম
- ষ্ক -- (Shift+N)+G+J শুষ্ক
- ষ্ঠ -- (Shift+N)+G+(Shift+T) কন্ঠ
- ষ্প -- (Shift+N)+G+R বাষ্প
- ষ্ফ -- (Shift+N)+G+(Shift+R)
- ষ্ট্র -- (Shift+N)+G+T+Z
- ষ্ণ) -- (Shift+N)+G+(Shift+B)
- ষ্ম) -- (Shift+N)+G+M
- স্থ -- N+G+(Shift+K) স্থান
- স্ত্র -- N+G+K+Z অস্ত্র
- স্ক্রু -- N+G+J+Z+S স্ক্রুগজ
- স্ক্র -- N+G+J+Z স্ক্রল
- স্প্ল -- N+G+R+G+(Shift+V)
- হ্ন -- I+G+B চিহ্ন
কম্পিউটারে বাংলা লেখার নিয়ম - কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়মঃ উপসংহার
কম্পিউটারে বাংলা লেখার নিয়ম, কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম সহ আরো অনেকগুলো বিষয় সম্পর্কে আজকেরে আর্টিকেলে আলোচনা করা হয়েছে। আপনি যদি সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে আশা করি বন্ধুরা আপনারা উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন। আপনাকে বিষয়গুলো জানাতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ।২০৮৭৬