রিফিউজি লতার উপকারিতা - রিফিউজি লতা বৈজ্ঞানিক নাম
চলুন আর দেরি না করে রিফিউজি লতার উপকারিতা ও রিফিউজি লতা বৈজ্ঞানিক নাম সম্পর্কে জেনে নেই।
পেজ সূচিপত্রঃ রিফিউজি লতার উপকারিতা - রিফিউজি লতা বৈজ্ঞানিক নাম
- রিফিউজি লতার উপকারিতা
- রিফিউজি লতার পরিচিতি
- রিফিউজি লতা বৈজ্ঞানিক নাম
- বাংলাদেশে কবে থেকে রিফিউজি লতা দেখা যায়
- শেষ কথাঃ রিফিউজি লতার উপকারিতা - রিফিউজি লতা বৈজ্ঞানিক নাম
রিফিউজি লতার উপকারিতা
রিফিউজি লতা বেশ কিছু উপকারিতা আছে। এটি এক ধরনের পাতা যা বনে জঙ্গলে অথবা পতিত জমিতে বা পথের পাশে যেখানে সেখানে জন্ম নেয়। বিভিন্ন ধরনের অসুখ- বিসুখের ঔষধ হিসেবে এই পাতা ব্যবহার করা হয়। নিচে রিফিউজি লতার উপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল।
- রিফিউজি লতার রস লিভারের যেকোনো ধরনের সমস্যা সমাধানে উপকার করে।
- রিফিউজি লতার রস প্রসবের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে।
- রিফিউজি লতার রস পেটের গ্যাস ও এসিডিটির সমস্যা সমাধান করে।
- রিফিউজি লতার রস কাঁচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীরের বিভিন্ন কালো দাগ দূর হয় ও শরীরকে ঠান্ডা রাখে।
- রিফিউজি লতার রসের সাথে লেবুর রস ও হলুদ মিশিয়ে এটি মুখে লাগান। এতে মুখের মেছতা দূর হবে।
- আপনার যদি চুলকানি, একজিমা, দাদ এই ধরনের অসুখ থাকে তাহলে রিফিউজি লতার রস লাগান এতে করে এই সমস্যাগুলো সেরে যাবে।
- আপনার যদি বসন্ত অথবা হাম হয় তাহলে রিফিউজি লতার রস পানির সাথে মিশিয়ে আপনার পুরো শরীর ধুয়ে ফেলুন।
- আপনার শরীরের কোথাও যদি বিষাক্ত পোকামাকড় কামড় দেয় তাহলে সেই স্থানের রিফিউজি লতার রস দিয়ে ধুয়ে ফেলুন এবং রিফিউজি লতা পিষে সেখানে লাগিয়ে রাখুন।
- শরীরের কোথাও কেটে গেলে সেই স্থানে রিফিউজি লতা বেটে সেই স্থানটিতে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত বেঁধে রাখুন, তাহলে দেখবেন সেই ক্ষতটি পূর্ণ হয়ে গেছে।
- প্রতিদিন সকালে খালি পেটে আধা কাপ রিফিউজি পাতার রস ও এক চা চামচ মধুর সাথে মিশিয়ে খান। এতে শরীরের দূষিত রক্ত বেরিয়ে যাবে। এই প্রক্রিয়াটি সাত দিন পর্যন্ত অবলম্বন করুন।
রিফিউজি লতার পরিচিতি | রিফিউজি লতার উপকারিতা
রিফিউজি লতা, যা আমাদের আশেপাশে আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আমরা তাদের চিনতে পারিনা। এটি এক ধরনের ঔষধি গাছ। এর উপকারিতা অপরিসীম। এই লতাটি বনে জঙ্গলে পতিত জমিতে, পথের ধারে সব জায়গাতেই জন্মে। এই গাছ এমন একটি গাছ যার যত্ন না নিলেও চলে। একবার বেড়ে গেলে এই গাছটি সহজে মরে না।
আরও পড়ুনঃ পাঙ্গাস মাছ চাষ করার নিয়ম
রিফিউজি লতাকে একেক জায়গায় একেক রকম নামে ডাকা হয়, যেমন- আসাম লতা, কইয়া লতা, বুচিলতা, তরুলতা, রিফিউজি লতা, শঙ্খ খুনি লতা ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত। এই গাছটি অতি বৃদ্ধি প্রবল। এই লতাটি একবার বেড়ে ওঠার সুযোগ পেলে বিপুল হারে তা ছড়িয়ে পড়ে, জড়িয়ে ধরে অন্য গাছের শাখা- প্রশাখা কে।
রিফিউজি লতা বৈজ্ঞানিক নাম | রিফিউজি লতার উপকারিতা
রিফিউজি লতা বা আসামি লতার বৈজ্ঞানিক নাম Mikania micantha। কিন্তু ইংরেজীতে এই লতার বিভিন্ন ধরনের নাম আছে যেমন- Chinese Creeper, American Rope, Climbing Hempweed, Mile a Minute, Mikania Vine, Climbing Hemp Vine, Minute Weed, Bitter Vine, Mile a, Vlimbing Hempvine, Mikania ইত্যাদি।
বাংলাদেশে কবে থেকে রিফিউজি লতা দেখা যায় | রিফিউজি লতার উপকারিতা
বাংলাদেশে ১৯৬০ সালের প্রলয়নকারী ঘূর্ণিঝড়ের পরেই এই লতাটি সবার নজরে আসে। এছাড়াও বাংলাদেশসহ ভারতের আসামেও এটি দেখা যায়। বাংলাদেশের চট্টগ্রামে এই লতাটি সব থেকে বেশি জন্মে। রিফিউজি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ প্রত্যাখ্যাত। প্রত্যাখ্যাত এই লতাটি বাংলার আবহাওয়ার কাঁধে চড়ে অন্য গাছের শত্রু হিসেবে ভূমিকা পালন করে। এর জন্যই এই লতাকে রিফিউজি লতা বলা হয়।
শেষ কথাঃ রিফিউজি লতার উপকারিতা - রিফিউজি লতা বৈজ্ঞানিক নাম
বন্ধুরা, আজ আমরা রিফিউজি লতার উপকারিতা ও রিফিউজি লতা বৈজ্ঞানিক নাম নিয়ে একটি পোস্ট তৈরি করেছি। আমাদের এই পোস্টে রিফিউজি লতার উপকারিতা, রিফিউজি লতা বৈজ্ঞানিক নাম, রিফিউজি লতার পরিচিতি ও বাংলাদেশের কবে থেকে রিফিউজি লতা দেখা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আশা করি আমাদের এই রিফিউজি লতার উপকারিতা, রিফিউজি লতা বৈজ্ঞানিক নাম, রিফিউজি লতার পরিচিতি ও বাংলাদেশের কবে থেকে রিফিউজি লতা দেখা যায় পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও উপকৃত হবেন। এই ধরনের আরো নতুন ও সুন্দর পোস্ট পেতে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।