হাইব্রিড কম্পিউটার কী - হাইব্রিড কম্পিউটারের বৈশিষ্ট্য

আমরা তো কম্পিউটার সম্পর্কে সকলেই জানি ও চিনি কিন্তু এই হাইব্রিড কম্পিউটার কি তা জানি না। আজ আমরা হাইব্রিড কম্পিউটার কী - হাইব্রিড কম্পিউটারের বৈশিষ্ট্য, হাইব্রিড কম্পিউটারের উদাহরণ, হাইব্রিড কম্পিউটার কোথায় ব্যবহার হয়, হাইব্রিড কম্পিউটার ব্যবহার নিয়ে আলোচনা করব।
চলুন আর দেরি না করে হাইব্রিড কম্পিউটার কী, হাইব্রিড কম্পিউটারের বৈশিষ্ট্য, হাইব্রিড কম্পিউটারের উদাহরণ, হাইব্রিড কম্পিউটার কোথায় ব্যবহার হয়, হাইব্রিড কম্পিউটার ব্যবহার সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

পেজ সূচিপত্রঃ হাইব্রিড কম্পিউটার কী - হাইব্রিড কম্পিউটারের বৈশিষ্ট্য

হাইব্রিড কম্পিউটার কী?

এনালগ কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটাররে সমন্বয়ে তৈরি করা হয় হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটারকে সংকর জাতীয় কম্পিউটার ও বলে। এই কম্পিউটার সকল ডাটাকে এনালগ প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করে ও সংগৃহীত সংখ্যার মাধ্যমে রূপান্তর করে তারপর প্রক্রিয়াকরণের জন্য ডিজিটাল অংশে প্রেরণ করে। 
এই ধরনের কম্পিউটার এনালগ ও ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্য প্রদর্শন করে। হাইব্রিড কম্পিউটার একটি বিশেষ ধরনের কম্পিউটার। এই কম্পিউটার যৌক্তিক ও প্রযুক্তিগত গণনার সমাধান করে পাশাপাশি পরিবর্তনশীল সমীকরণের প্রক্রিয়াকরণের জন্য বড় ধরনের সংস্থা ব্যবহার করে।

হাইব্রিড কম্পিউটারের বৈশিষ্ট্য ও কার্যাবলী

অন্যান্য কম্পিউটারের মত হাইব্রিড কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য আছে। হাইব্রিড কম্পিউটার কোন প্রকার নির্দিষ্ট সমস্যা সমাধান করার জন্য তৈরি করা হয়। এবং প্রয়োজনীয়তা অনুযায়ী একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য হাইব্রিড কম্পিউটার এমবেড করে এবং যেকোন কাজের ফলাফল দ্রুত প্রদান করে। হাইব্রিড কম্পিউটারের বৈশিষ্ট্য নিচে দেওয়া হল-
  • হাইব্রিড কম্পিউটারের ইনপুট অ্যানালগ পদ্ধতির ও আউটপুট ডিজিটাল পদ্ধতির।
  • হাইব্রিড কম্পিউটারের গঠন জটিল প্রকৃতিয়।
  • হাইব্রিড কম্পিউটার বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়।
  • হাইব্রিড কম্পিউটারের দাম তুলনামূলক বেশী।
  • হাইব্রিড কম্পিউটার দ্রুত প্রসেসিং ও সুনির্দিষ্ট ফলাফল প্রদান করে।
  • হাইব্রিড কম্পিউটার অন-লাইন ডেটা প্রসেসিং এ ব্যবহার করা হয়য়।
  • হাইব্রিড কম্পিউটার রিয়েল-টাইম সমীকরণ সমাধান করতে সাহায্য করে।
  • হাইব্রিড কম্পিউটারে কয়েকটি নেটওয়ার্ক, নোড, হাব, ব্যয়বহুল, সার্কিট ব্যবহার করা হয়।

হাইব্রিড কম্পিউটারের উদাহরণ | হাইব্রিড কম্পিউটার কী

হাইব্রিড কম্পিউটার কোথায় কোথায় ও কেন ব্যবহার করা হয় তা আমরা দেখব। হাইব্রিড কম্পিউটারের উদাহরণ নিচে দেওয়া হল-

এইচআরএস - ১০০

এইচআরএস - ১০০ হল স্ট্যান্ড্যালোন হাইব্রিড কম্পিউটারের একটি উদাহরণ। এটি ১৯৭০ সালের দিকে অনেক বেশী ব্যবহার করা হত। আসল ও ত্বরণী সময় স্কেলে এই গতিশীল সিস্টেম গুলো সম্পর্কে জানার জন্য, ইউএসএসআর ইনস্টিটিউট বিস্তৃত ও বৈজ্ঞানিক কর্মের কার্যক্রম সমাধান করার জন্য এই হাইব্রিড কম্পিউটার আবিষ্কার করা হয়েছিল। 

মেডিকেল অঞ্চল-

মেডিকেলে বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন- ইসিজি, আল্ট্রাসাউন্ড, ইকোকার্ডিওগ্রাম, হল্টার মনিটরিং, পরীক্ষা করার জন্য হাইব্রিড কম্পিউটারের প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের রোগ নির্ণয় ও চিকিৎসায় এই কম্পিউটার ব্যবহার করা হয়। হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রোগীদের রক্তচাপ ও শরীরের তাপমাত্রা পরিমাপ করতে অ্যানালগ ডিভাইস ব্যবহার করা হয়য় কিন্তু এর মাপগুলো সংখ্যাসূচক আকারে রূপান্তরিত হয়ে ডিজিটাল ডিসপ্লেতে দেখানো হয়। 

ওহিও বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বায়োমেডিকাল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে একটা হাইব্রিড কম্পিউটার ইনস্টল করা হয়েছিল যেখানে অন্যান্য হাসপাতাল থেকে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ডেটাকে একটি ইনফ্রারেড অপটিকাল প্রক্রিয়ার মাধ্যমে হাইব্রিড কম্পিউটারে স্থানান্তরিত করা হয়। এবং রিয়েল টাইম বিশ্লেষণ করা হয় আর সরাসরি চিকিৎসকের কাছে চলে আসে। যাতে করে চিকিৎসক তাতক্ষনিকভাবে রিপোর্টগুলো পায়। এই মাধ্যমে ক্যাথেটারাইজেশন পদ্ধতির ব্যবহার করে ফলাফলের জন্য বেশি সময় প্রয়োজন হয় না।

এইচপি হিংসা এক্স ২

এইচপি হিংসা এক্স ২ হল একটি অতিরিক্ত পাতলা ব্যাক্তিগত হাইব্রিড কম্পিউটার। এই কম্পিউটার একসাথে দুটি ডিভাইস ব্যবহার করার সুবিধা প্রয়োগ করে। এই কম্পিউটারটিকে ল্যাপটপ অথবা ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যায়। এতে একটি স্ক্রিন আছে যা চৌম্বকীয় ক্লোজারের মাধ্যমে কীবোর্ডের সাথে সংযুক্ত। এটাকে কীবোর্ড থেকে আলাদা করে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যায়।

হাইব্রিড কম্পিউটার কোথায় ব্যবহার হয় | হাইব্রিড কম্পিউটার ব্যবহার | হাইব্রিড কম্পিউটার কী

আমাদের জীবনের দৈনন্দিন কাজে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়। কোথায় কোথায় ব্যবহার করা হয় তা নিচে দেওয়া হল।
  • সিমেন্ট প্ল্যান্ট তৈরি করতে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • গ্যাস পাম্প স্টেশনে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • রাডার সিস্টেমে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • বৈজ্ঞানিক গণনা করতে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • আবহাওয়া সিস্টেম গণনা করতে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • পারমাণবিক চুল্লি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করতে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • পেট্রোল পাম্পে জ্বালানীর পরিমানকে মুদ্রার হারে রূপান্তর করতে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • রোগীর হার্টবিট পরিমাপ করতে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • বৈজ্ঞানিক পরীক্ষাগারে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • শিল্প প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ ইউনিটে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • প্রতিরক্ষা খাত তৈরিতে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) তে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • গ্যাস এবং বিদ্যুত চালিত গাড়িতে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • ইলেক্ট্রোকার্ডিওগ্রাম মেশিনে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • ইকোকার্ডিওগ্রাম মেশিনে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • আল্ট্রাসাউন্ড মেশিনে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • এয়ারলাইন্স সেক্টরে চাপ, তাপ, গতি ইত্যাদির ফলাফল প্রকাশ করতে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • জাহাজে দিক নির্ণয় ও নিয়ন্ত্রণ করতে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • সিটি স্ক্যান মেশিন হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • এটিএম মেশিনে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 
  • সেল ফোনে যা অ্যানালগ সাউন্ডকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। 

শেষ কথাঃ হাইব্রিড কম্পিউটার কী - হাইব্রিড কম্পিউটারের বৈশিষ্ট্য

বন্ধুরা, আজ আমরা হাইব্রিড কম্পিউটার কী - হাইব্রিড কম্পিউটারের বৈশিষ্ট্য নিয়ে একটি নিবন্ধ তৈরি করেছি। আমাদের এই হাইব্রিড কম্পিউটার কী - হাইব্রিড কম্পিউটারের বৈশিষ্ট্য পোস্টটিতে হাইব্রিড কম্পিউটার কী, হাইব্রিড কম্পিউটারের বৈশিষ্ট্য, হাইব্রিড কম্পিউটারের উদাহরণ, হাইব্রিড কম্পিউটার কোথায় ব্যবহার হয়, হাইব্রিড কম্পিউটার ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে।

আশাকরি, আমাদের এই হাইব্রিড কম্পিউটার কী, হাইব্রিড কম্পিউটারের বৈশিষ্ট্য, হাইব্রিড কম্পিউটারের উদাহরণ, হাইব্রিড কম্পিউটার কোথায় ব্যবহার হয়, হাইব্রিড কম্পিউটার ব্যবহার পোস্টটি পড়ে আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। এই ধরনের আরও নতুন পোস্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url